Wednesday, November 28, 2012

এতদিন ধরে যারা নষ্ট Primo নিয়ে বসে আছেন অথবা যারা Update করতে গিয়ে Primo Semi Brick করে ফেলেছেন তাদের জন্য আজকের এই পোস্ট Custom Kernal আপনাদের Primo এর জন্য আমার এই Custom kernel বা Boot Fixer । সাধারনত ভুল Update এর জন্য সবসমই Android Boot Screen এ আটকে যায়। প্রত্যেক Android এর নিজের নিজের Kernal থাকে আর তা অন্য Android Device থেকে আলাদা তাই অন্য মোবাইল এর কনফিগারেশন আপনার মোবাইল এর সাথে যতই মিলুক না কেন আপনার মোবাইল এর ফিক্সড Kernal (Boot IMG) ছাড়া আপনয়ার মোবাইল Boot নিবে না। হয়ত আপনাকে Stock IMG or Custom Kernal (Compiled for fixed device) Use করতে হবে ……
১। File টি ডাউনলোড করে Extract করুন
২। আপনার মোবাইল Fastboot Mode এ নিয়ে fix_my_boot.bat (Inside fix_my_boot Folder) এ click করুন
এরপর যদি আপনি আরও কোন Update দিতে গিয়ে Boot screen এ আটকে যাই তবে এই boot fixer ব্যবহার করুন । আর জত ইচ্ছা Custom Rom Flush করুন। কিন্তু সবসমই আপনার Stock Rom Backup রাখবেন
আর মনে রাখবেন এটা শুধু Walton Primo এর জন্য……

https://www.facebook.com/download/559474927412763/fix_my_boot.zip

No comments:

Post a Comment